“Complete Payment” বাটনে ক্লিক করে পেমেন্ট করতে অগ্রসর হোন। পেমেন্ট অপশন নির্বাচন করে প্রক্রিয়া অনুসরণ করুন। আপনার VISA বা MasterCard টির যদি অনলাইনে লেনদেন করার অনুমতি থাকে তবে Card Number, Validity/Expiry Date, কার্ডের পেছনের তিন সংখ্যার CVC/CVV কোড ও কার্ডে লেখা নাম লিখে নিচের “PAY …” বাটনে ক্লিক করে পরবর্তী ধাপগুলো অনুসরণ করে পেমেন্ট সম্পন্ন করুন। আপনার ব্যাংক থেকে তাৎক্ষণিক একটি OTP Code আসতে পারে। নির্দিষ্ট ঘরে সেটি লিখে অগ্রসর হোন।
“MOBILE BANKING” মেন্যুতে ক্লিক করলে bKash, Rocket, MCash, MyCash, t-cash ছাড়াও AB ব্যাংকের মোবাইল ওয়ালেট ব্যবহার করেও পেমেন্ট করতে পারবেন।
“NET BANKING” মেন্যুতে ক্লিক করলে AB Bank, Islami Bank, Mutual Trust Bank ও Bank Asia-র ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।