আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যেপ্রথম ফার্টিলিটি এক্সপো অনুষ্ঠিত হতে যাচ্ছে যা আগামী ১৪ই মার্চ, ২০২০, বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, আগারগাঁও, ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। কংগ্রেসিয়া উদ্যোগে এবং ফার্টিলিটি ও স্টেরিলিটি সোসাইটি অব বাংলাদেশের সহায়তায় এই আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উল্লেখযোগ্য সংখ্যক স্বনামধন্য আইভিএফ সেন্টার, স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থা, ঔষধ প্রদানকারী সংস্থা, প্রজনন ও উর্বরতা সংক্রান্ত ঔষধ এর আমদানিকারক ও প্রস্তুতকারক সংস্থা এক্সপোতে তাদের বিভিন্ন সেবা, অভিজ্ঞতা এবং আধুনিক চিকিৎসা পদ্ধতির দিকসমূহ তুলে ধরবেন।
এছাড়াও দিনব্যাপী নানা সেমিনারের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকেরা ফার্টিলিটি বিষয়ক নানা পরামর্শ ও সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা সম্পর্কে উপস্থিত অতিথিবৃন্দদের অবহিত করবেন। যেসব বিভিন্ন বিষয়ের উপর তারা আলোকপাত করবেন সেগুলো হলঃ অ্যাসিস্টেড রিপ্রোডাকশন, এক্সট্রাকর্পোরিয়াল ফার্টিলাইজেশন, আইভিএফ, কন্ট্রোল অব মেইল এন্ড ফিমেইল ফার্টিলিটি, র্স্পাম এন্ড এগ ডোনেশন, সারোগেসি, প্রি-ইম্প্লান্টেশন জেনেটিক কন্ট্রোল, মেটার্নাল এন্ড ফিটাল মেডিসিন ও ক্রাওপ্রিজারভেশন ইত্যাদি।
সুতরাং, আপনি যদি পিতৃত্বের/মাতৃত্বের অনন্য যাত্রা শুরু করতে চান এবং আইভিএফ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে চান তবে ফার্টিলিটি এক্সপোতে আসুন।